কবিতায় শম্পা সামন্ত

কাল রাত্তির
একটি অন্ধ প্রেমই জানে প্রেমিক যাপন। একটি নিঃস্বার্থ আদর জানে শরীরী শব্দমালা।
এই শপথ ঘুরিয়ে নেয় নির্ভার নৈঃশব্দ।
চলন্ত বায়ু উষ্ণরেখার তীরে তোলপার করছে মনন ভুমি।
এই বার স্রোতের মাথায় নিস্তরঙ্গ ঢেউগুলি নাচে।
একটা পাখি অপেক্ষার ডালে দুর্মদ ভঙ্গিতে চুমু খাচ্ছে গালে ও গ্রীবায়।যেখানে কালো রাতগুলো অভিসার ঘন প্রলাপ।
আমিও এতদিন ব্যস্ত ছিলাম কৃষ্ণানুগমনে।
ভোরের বেলায় কৃষ্ণ আনবাড়ি গেলে বিরহ বাড়ে।
ভাদরের বাদরে ছাতিয়া ফুটিফাটা হয় অনুষঙ্গের খোঁজে।