কবিতায় সুকৃতি সিকদার

নিয়তি
ছিলে তো ভালোই তেলে ঝালে মাখামাখি
অম্বলের মতন কিছুটা
ওষুধেও আগুনের পাশে।
হয়তো একটু বেশি পজেসিভনেস
কোথাও দেখিয়ে ফেলেছিলে!
হয়তো একটু করে করে
এতদিন ধরে শুধু কেটেছি কপাল।
সেতারে তারের মতো ফুলত আমার
মোম জন্ম গলে গলে যায়।
আগুন দাঁড়িয়ে থাকে তবু
বিপ্লবের রক্ত ঝরে পেটের ভেতর
রাস্তা ছোট হয়ে আসে মুখে,
অটোতে উঠতে গিয়ে আমি
ছিটকায় পড়ি গেটে তার।
আর ছিটকানি খুলবে না
কলকে গাছের তলে তবু অসময়ে
দুএকটা রিমঝিম ঝরে যায়
জলের আকারে।
তোমার নগরী জুড়ে যখন বেজায় এক ঘুম
আকাশের মতো জাগে কেউ
বালিশে ছড়ায়ে চুল তার
নীল হতে হতে
কবে যেন বিদেশিনী হয়ে গেল!