• Uncategorized
  • 0

|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || শঙ্কর সাহা

আজো বসন্ত

সুঘ্রাণে অঙ্গান হতে চেয়েছিলাম;
চৈত্রের বাতাস বয়ে এসে-
স্তম্ভিত ফিরিয়ে দিল।
নানা রঙের ঢালি নিয়ে
রঙিন হতে চাই নি,
তবু তুমি রং ছড়ালে।
বিরহের মেদু-মদুর আবাহন;
ধরতে চেয়েছিলাম কোনো সময় গ্রন্থি,
তাকে ধরে নিয়ে বেঁধে ফেলেছো তুমি।
কোকিলের সুরের মূল্যায়ন করি নি,
অশোক পলাশ মল্লিকাদের
বোঝার বোধ ছিল না।
তবু বেলা-অবেলার গল্প তৈরি হলো-
বলা না বলার মাঝখানে।
আর তার সঙ্গে প্রেরিত তোমার বার্তা।
ভাবছিলাম সময়কাল-
স্তম্ভিত ফিরিয়ে দিল মানসিক প্রেম,
বুঝিয়ে দিলে আজো বসন্ত।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।