পারি না ভুলতে
আরও বেশি করে পড়ে মনে
চারদিকে নাচে হিংসার চোখ
আমার পরাজয়ে শুনি ওদের
পাশবিক উল্লাস ।
শেষ রাতে ফিরি , পথে লোক কমে গেলে
মোড়ে অটো ছেড়ে দেয় । নিয়ন্ত্রণহীন দেহ
লাইটপোস্ট ধরে , হাতরাতে হাতরাতে
এগোই গৃহমুখে ।
বন্ধ দরজা , সিঁড়িতে বসে
তাকাই অন্ধকারে । কতবার দিয়েছি কথা
কখনও রাখিনি সে কথা ,
কি মুখে আবার দাঁড়াব তোমার সম্মুখে !
তবুও তুমি দরজা খুলে দিলে
তোমার নির্ঘুম দুচোখে জমেছে কুয়াশা ।
ঐ অশ্রু ধরে রাখো রমা , ওতে আছে তোমার
অপার ভালবাসা ।
তোমার অশ্রুবিন্দু যদি পরে মৃত্তিকায়
অভিশপ্ত হব আমি সাত জন্ম ধরে
তখন আমি
এই উত্তপ্ত মাটিতে
রাখব কোথায় আমার এই পা ?