T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় সঞ্জীব সেন

এক বিকেলে
সরস্বতী পুজোর বিকেলে, তুমি তোমার
প্রেমিককে নিয়ে আমার গানের স্কুলে এলে আমার সঙ্গে দেখা করতে কতদিন পর ঠিক মনে করতে পারছি না
তোমার মুখে, গালে, ঠোঁটে সেই পরিচিত উজ্জ্বল অলৌকিক ও প্রচ্ছন্ন হাসি
কিন্তু এসব দৃশ্যের বাইরে চোখ খুঁজছিল অন্য কিছু
তোমার আঁচল সরানো সুডৌল উষ্ণতা
তোমার প্রেমিক তাড়া দিচ্ছিল তবুও তুমি দাঁড়িয়ে ছিলে এক আভিজাত্যময় রচনা-সঙ্গীতের মতো
আমি ভিক্ষাপাত্রের মত মেলে ধরেছিলাম হাত নিজের অজান্তেই।
মনে হলো আজ শহরের সব যানবাহন ধিরে চলছে এই ঘটনার সাক্ষী ছিল বলে।