মেমরিজ ডাইরি আর বৃষ্টি তুমি
এর বাইরে যা কিছু সব ক্লিব
সেকথা আর কাউকে বলিনি
অনুষঙ্গে এসে পড়ে যদি রূপম
আমরা বৃষ্টিতে ভিজব বলে বৃষ্টিকে আগাম
জানিয়েছি নিমন্ত্রণ ,শহরে ঢুকে পড়েছে মেঘ
বৃষ্টিতে ভিজছি আমরা আর গোটা শহর , রূপম
বাড়ি ফিরে পরেছি জ্বরে এ জ্বর মানে অসুখ নয়
হাওয়ায় উড়ে গেছে রুমাল উল্টে গেছে ছাতা
তখন দুজনে ভিজেছি ভিজছে গোটা শহর
মনেহয় রূপম তোমার গানটা ছাড়া বাকি সব জড়
অনুষঙ্গে যতই আসুক অমিতাভ জুহু মুম্বাই
বৃষ্টি তোমার তখন জাস্ট নাইন্টিন
সে বয়সে প্রেম আসে বৃষ্টির মতন বোঝোনি!
আজ তাই অনুষঙ্গে এসে পড়েছে মেমরিজ ডাইরি
বৃষ্টি মুখার্জি কিছুতেই তোমার নাম মনে পরেনি