কবিতায় সুশান্ত সাহা

আমার ভাষা
এ দৈন্যতা কেন তবে বল?
বাংলা ভাষা নিয়ে টানা-টানি
এ লজ্জা তবে কার,বোঝ কি?
বিশ্বব্যাপি হয়েছে জানা-জানি।
যে ভাষাটা ছিল তোমার আমার
ছিল রক্ত মাখা শব্দের ইতিহাস
ক্লেদাক্ত-অনিহায় ভুগছে কেমন
যে ভাষায় রোদ্দুর বারোমাস….
সুর হয় ভাবনা গুলো
গানে-গানে স্বপ্নের বাতাস
কবিতা-ছড়ায়-গদ্যে ছিল সাত রঙ্গা রূপ
মেঘে-মেঘে বৃষ্টির আকাশ
পণ্য হয়েছে সেই ভাযা আজ
দর কষা-কষি কেনা বেচা
নিজেই হয়েছে জাত-হীন কেমন
গণতন্ত্র হীন ভাষার খাঁচা।
সুরে-সুরে ছিল যাপন প্রান
বাতাস বাড়ীতে ছিল গান
এ-ভাষা বিশ্বভাষা আজও
আছে রক্তক্ষয়ী ইতিহাস আর সংগ্রাম….