কবিতায় সন্দীপ সাহু

নীল শাদা হিটলার
হিটলার দাঁড়িয়ে আছে।
নীল শাদা এখন পোষাক।
গ্যাস চেম্বার থেকে দেহগুলো বার করে আনা হচ্ছে।
এরপর চর্বি বার করা হবে। সাবান তৈরি করার জন্য।
একটা বিপদ উপস্থিত হয়েছে।
বেশির ভাগ আত্মাগুলো ঘিরে ধরছে হিটলারকে।
প্রত্যেকের গলায় প্ল্যাকার্ড ঝুলছে “আমরা ইহুদি নই”।
স্লোগান উঠছে ” আমারা কেন গ্যাস চেম্বারে”?
ইহুদি অইহুদি চাল কাকড় মিলে মিশে একাকার।
আলাদা না করতে পারায় সবাই গ্যাস চেম্বারে।
“ভুল করার অধিকার সবার আছে” নেতাজী বলে গেছেন।
“যারা অইহুদি তাদের প্রাণ ফিরিয়ে দেওয়া হবে”।
চর্বি সব আলাদা করা হয়ে গেছে।
ট্রাকগুলো কারখানার পথে রওনা হয়েছে।