আপাতত মারীময় দিন যাপন।
দেখি মুখ-মুখোশের বোঝাপড়ার নকল লড়াই,
প্রেম নয়, ‘ক্ষুধা’ বলে শেষ কথা,
ছারখার করে সাদা কালো চেনা ছকের বড়াই।
মারীময় জীবন আরো কিছুকাল।
শবের ‘পর শব স্তূপাকার, উঁচু যেন নজর মিনার
প্রেত বলে, ‘সাবধানে থাকো প্রাণ’!
অযুত নিযুত মৃত্যু গুনেও মূঢ় সব জনতা নির্বিকার!
মারীময় কাল, একা অরণ্য কাঁদে।
দাবানল শেষে সব পুড়ে ছাই, লোভের মাশুল বাড়ে,
মাটির আশ্রয়ে শেষ কণাটুকু নিয়ে
নাছোড় প্রকৃতি তিল তিল করে অমৃতলোক গড়ে।
মহামারী আর কতকাল?
বিষের ছোঁয়াচ সীমানা পেরোয় প্রবল পরাক্রমে
জীবন, হাতে হাতকড়া যদি ভাবো,
জেনে যাও আজ মৃত্যুর হাতে প্রাণের নিশানও ওড়ে।
মারীময় যাপন আর স্বল্প কিছুকাল।
বিষণ্ণ মন ক্ষত ঢেকে রেখে আঘাত লুকোয় মনে।
হারিয়েছ প্রিয়? শোকে আছি পাশে জেনো,
নশ্বর প্রাণে জীবনের সুর, ডাক দেয় সৃষ্টি উদযাপনে।।