কবিতায় শুভাশিস সাহু

ভালোবাসবো আর কাকে?

রূপস্মিতা তুমি এসো, বিস্তীর্ণ
এই রাত্রির উল্লাসে।

আমি রাত্রির শরীরে
বেদনা জাগিয়ে রেখেছি
রূপস্মিতা।

রূপস্মিতা তুমি যদি আসো;
আমি আবার
সমস্ত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে
তোমার কাছে
ছুটে আসবো।

হবে একদিন দেখা দুজনার,
শরীরে তখন দীর্ঘকালের বিস্তীর্ণ উল্লাস।

রূপস্মিতা জড়িয়ে ধরবে আমাকে;
মেঘের ভিতর থেকে রাত্রি নেমে
আসে, তোমাকে ছাড়া আমি
ভালোবাসবো আর কাকে?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।