কবিতায় সুশান্ত সেন

কয়েকটি কথা

১ দিন

একটা দিন কি একটাই দিন
না অন্তরীক্ষে সে হয় বিলীন।
২ বাসনা
বাসনা কি নিয়ে আসে ক্ষত
অবিরত।
৩  অন্তরীক্ষ ঘাঁটি
থেকে অন্তরীক্ষ ঘাঁটি
পৃথিবী কে দেখি নির্মল , পরিপাটি।
৪  আবেগ
মনে থাকা আবেগ
আনে শক্তি , গতিবেগ।
৫  জীবন
কি অতৃপ্ত এই জীবন
অনুতাপ সর্বক্ষণ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *