ক্যাফে কাব্যে সুশান্ত সেন

খুন
মনে করা যাক একটা খুন করা হল
কেউ জানতে পারলো না
কোনো আলোচনা হল না।
আর লাশটাও লোপট করে দেওয়া হলো।
বেশ একটা আমেরিকান সিনেমা।
মনে করুন তারপর আপনি
খুঁটিয়ে খুঁটিয়ে কারণ গুলো
জানতে গিয়ে জানলেন
ব্যাগ ভর্তি ভিমরুল কে ছেড়েছে।
এখন ভিমরুল গুলো আপনাকেও
তাড়া করেছে আর আপনি
ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাতে চাইছেন।
বেশ নতুন একটা ছায়াছবি হল , মহাশয়।