সাপ্তাহিক ধারাসম্পাতে সিদ্ধার্থ সিংহ (পর্ব – ৪৩)

দেবমাল্য
নাঃ, গাড়ির ভেতর বেশ গরম লাগছে। ভাবামাত্র গাড়ির দরজা খুলে বেরিয়ে এল সে। আর গাড়ি থেকে নামতেই সামনে তাকিয়ে দেখে, তার বাবার গাড়িটা স্টার্ট দিয়ে তাদের গাড়িটার পাশ দিয়ে চলে যাচ্ছে। গাড়ি চালাচ্ছে হারুদা। তাদের বাড়ির পুরনো ড্রাইভার। হারুদার পাশে সামশের। আর তার পাশে জানালার দিকে তার বাবা। পেছনের সিটে বোরখা পরা ওই দুই মহিলা। আর তাদের মাঝখানে তানিয়া।
ও চিৎকার করে কিছু বলতে যাওয়ার আগেই গাড়িটা বেরিয়ে গেল। এ কী! এতগুলো লোক! তাকে কেউ দেখতে পেল না! অবাক কাণ্ড। থ’ হয়ে দাঁড়িয়ে পড়ল সে। আর তখনই দেখল, একটি শববাহী গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। গাড়িটির ড্রাইভারের পাশে ঠেসেঠুসে অত্যন্ত কষ্ট করে বসে আছে, তার কারখানার তিন জন কর্মী। ওর হঠাৎ মনে হল, ওর বাবার গাড়ির পিছু পিছু যাবে বলেই বুঝি এই শববাহী গাড়িটি এগিয়ে যাচ্ছে। ও দৌড়ে গাড়িটার সামনে চলে গেল। দু’হাত তুলে বলতে লাগল, দাঁড়াও, দাঁড়াও, দাড়াও…