কবিতায় শর্মিষ্ঠা সেন

যে হাত ধরে হাঁটবার কথা
হাত ধরে হাঁটবার কথা ছিল
অথচ, কথার খেলাপে
সে রাস্তা ধরে একা একা হেঁটে যাই।
হোঁচট খেয়ে, অভ্যাসে যাকে খুঁজি
তার বদলে ঘিরে ধরে একরাশ শূন্যতা।
সান্ধ্য কীর্তনে বসে নাম গান ধরি,
অলৌকিক আশা করি প্রতিবার।
সে যদি ফেরে…যদি এটা স্বপ্নের অংশ হয়
ভাবলেশহীন বিগ্রহ কানে কানে বলে,
‘জীবন ছায়াছবি নয়!’
দশটাকার দুটো কাপের বদলে
এখন ছোট গেলাস, একটাই বাপুজী।
ঝিম ধরা সন্ধ্যায় পরপর ধোঁয়া ছাড়লেও
কেউ বলার নেই, ‘হলো তো!’
দুটো রুটি-সবজি কিনে ফেরার পথে
পকেটে চাবির গোছা আছে কি না দেখি;
দরজা খুলে দাঁড়াবার মতো কেউ নেই আজকাল!