T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সিদ্ধার্থ সিংহ

এই মুহূর্তে
আমরা কি এই জন্য একে এনেছিলাম!
এই মুহূর্তে আমার একজন নাথুরাম গডসে চাই
শুধু আগাছার মাথা নয়,
আগাছার মদতে গজিয়ে ওঠা
ছোট ছোট, ছোটস্য ছোট,
ছাঁটতে হবে তস্য ছোট ডালপালাকেও।
আসলে এই সব মিলিয়েই তো একটা চক্র
এই চক্রে থাকলে আপনি আছেন
না থাকলে নেই
আপনি মানে আপনার মতো আরও লক্ষ লক্ষ রাজ্যবাসী
সেই রাজ্যবাসীর জন্যই
আমার একজন নাথুরাম গডসে চাই
নাথুরাম গডসে
আমরা কি এই জন্য একে এনেছিলাম!