সাপ্তাহিক ধারাসম্পাতে সিদ্ধার্থ সিংহ (পর্ব – ১৭)

কেমিক্যাল বিভ্রাট
সে দিন ও-কথা বলেছিলেন দেখেই কি দীর্ঘদিনের চেনা এই ডাবওয়ালা তাঁর জন্যই খুঁজে খুঁজে, একেবারে বেছে বেছে এ রকম সুন্দর ডাগরডোগর ডাব নিয়ে এসেছেন!
এ সব ভাবতে ভাবতে তিনি যে কখন ডাবওয়ালার কাছে এসে দাঁড়িয়েছেন, জবালা নিজেও জানেন না। ডাবওয়ালা যখন বললেন, আজ ক’টা দেব দিদি? তখন তাঁর ঘোর ভাঙল। কিন্তু সেই কথার উত্তর দেওয়ার আগেই তিনি জিজ্ঞেস করে বসলেন, এই ডাবগুলি তুমি কোথায় পেলে?
— যেখান থেকে রোজ নিয়ে আসি, সেখানেই পেয়েছি। বাজারে তো এখন এই ক’দিন ধরে এই রকমই ডাব আসছে। ডাবওয়ালা এ কথা বলতেই অবাক হয়ে গেলেন জবালা। এখন এই রকম ডাব আসছে! এত ফ্রেশ! দু’দিন আগে যখন ওই বাজে ডাবগুলো দিলে তখন যে বললে, সারা বাজার খুঁজলেও এর চেয়ে ভাল ডাব আমি আর কোথাও পাব না!
— বলেছিলাম তো। এখনও তো সেই একই কথা বলছি। গোটা বাজার ঢু মারলেও এ রকম ঝকঝকে ডাব ছাড়া ওই রকম ম্যাড়মেড়ে ডাব আপনি আর একটাও পাবেন না।
— তার মানে?
— মানে, চালানে যা আসবে আমরা তো তাই দেব। তার বাইরে তো কিছু দিতে পারব না…
— তার মানে ডাবে এখন আর ও রকম কোনও দাগ-টাগ হচ্ছে না!
— না। হচ্ছে না। তাই তো দেখছি।
— তা হলে যে রে-ফে’র কথা বলেছিলে?
— লোকের মুখে যা শুনেছিলাম, তাই বলেছিলাম।
— তা হলে কি মোবাইল থেকে এখন আর কোনও রে-টে কিছু বেরোচ্ছে না?
ডাবওয়ালা মুখে কিছু বলল না। চোখ-মুখ বেঁকিয়ে এমন ভাবে ঠোঁট ওলটাল, যেন বলতে চাইল— কে জানে!