T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় শর্মিষ্ঠা সেন

ভাষাকে ভালবেসে
ধরুন একটা ছবি।
“ছোট চালাঘর। বারান্দা সহ।
টুকরো জমিতে লাউমাচা। লিকলিকে আম গাছ একখানা। ফলন্ত পেঁপে গাছ।
নিকোনো উঠোন।
ঠিক তার মধ্যিখানে লাল মাটির আলপনা।
পুব দিকে তুলসীমঞ্চ। তাতে পিটুলি গোলার ফুল পাতার নকশা।
সাঁঝের বেলায় প্রদীপ জ্বালে খুকির মা। বাবা ফিরলে সবজি রাঁধে, রিনরিনে চুড়ির শব্দ সহ। এদিকে খেলতে খেলতে খুকি শিখে নেয় সহজ পাঠের ছড়া। তারপর মায়ের কোলে বসে অক্ষর চেনে। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ আর ‘ফল, জল, বল’ ইত্যাদি। এভাবেই ভাতের গন্ধের সাথে এক হয়ে যায় বর্ণপরিচয়।”
এমন ছবি বুকে নিয়ে আজীবন কবিতায়, ভাষাকে ভালবেসে।