T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় সঞ্জীব সেন

মাতৃভাষা
পুল পেরোলেই বাঙাল পাড়া
ওদের বাঙাল কথা, কি যে ভালো লাগে
কবে থেকে হৃদয়ে আগলে রেখেছি
মন খারাপ শ্বাসকষ্ট ফেলে যায়
অভ্যাসবসত নেমে পড়ি বাঙাল পাড়ায়
যুবতী মেয়েরা বরিশালের ভাষায় গল্প করে
কবে থেকে আগলে রেখেছি এই ভাষা
কি করে ভুলে গেলাম
জীবন এসে বলে যায় ‘সময়ের দায়’।
ঘুঘু ডাকে মধ্য দুপুরে,নির্জন মাঠে
আগলে রাখা বাপ ঠাকুরদার ভাষা
নিজেকেই শোনাই
পরোক্ষ মন ভালো হয়ে যায়।