কবিতায় সুশান্ত সাহা

বর্ণপরিচয়
বিধবাদের জনক তুমি, সতীদাহের মুখ
জ্বালিয়ে আগুন ,পুড়িয়ে ছিলে কদর্য তার রূপ..
সহজ ভাবে সহজ কথায়
লিখছি আমি বেশ
হাকিম-উকিল- পুলিশ ছিলোই
বিরুদ্ধতায় দেশ..।
দয়ার সাগর তুমি নাকি, কি করে ভাই পেলে
নির্ভীক পাহাড় তুমি জানি
ঘুরছিলে সব জেলে।
সাথ দিয়েছে ওরাই কেবল
বাড়িয়ে ছিল হাত
রামমোহন ছিল রাস্তা তোমার
কিছু মানুষ ইংরেজ জাত….
সময়টা ছিল তখন কিন্তু,
এখনো তাও হয়
বিবেক জ্ঞানে শেখেনি মানুষ
তোমার বর্ণ পরিচয়,।।
জমাট বাধা আগুন এখনো
নারীর চোখে চুপ
লজ্জা হয় বিদ্যাসাগর,কাপুরুষের মত
তোমায় আজও চাইছি খুব…