কবিতায় শুভাশিস সাহু

সমুদ্র বিনম্র রয়
তাইতো এই
ক্লান্তি অবক্ষয়,
সময় স্রোতের মুখে
মরেছি আমি
অনেকবার মানুষ হয়ে।
চলেছি আমি
দিনান্ত ঝটিকার মুখে,
কত গানের তরঙ্গ ছড়ায়
ছড়ায় মরণের মত।
হায়! যদি আমি সমুদ্রের বুকে
হঠাৎ বয়ে যাই,
পাবো অজস্র
কালো অন্ধকার
তার বুকে।
শুধু আমি
রাতের অন্ধকারে
দেখেছি তার অক্ষুণ্ণ পাঁজরে,
কী স্রোতবলে
বয়ে গেছে
সে কী অকূল দুরন্ত প্লাবন।
দেখেছি অন্ধকারের প্রবল ফেনা।
কী ক্লান্তি কী অবক্ষয়_
অন্ধকার তবু স্তব্ধ নয়,
সমুদ্র বিনম্র রয়।।