T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সুকৃতি সিকদার

গুরুমন্ত্র
১.
একটি গোপন কথা কই
কানে কানে তোমারে আজকে।
যখন আকাশে মেঘ দিশেহারা কবিতার মতো
ছাপা হবে কি হবে না তার
ঠিক নেই, তবুও সে করে বসে আছে।
কে আর করতে পারে মন নিয়ে খেলা?
মন তো নিজেই এক বড় খেলোয়াড়।
কিছুটা দূরত্ব রেখো তাই
যদি ঠোঁট লেগে যায় লতিতে আবার
নদীতে জোয়ার এসে যাবে।
২.
কোনও রাজা নয়, রানী নয়…
মানুষেরও আগে ফুলে শুয়েছে ভ্রমর।
এমনও পতঙ্গ আছে যারা
ফুলে শুঁড় সেঁধিয়ে নীরবে
মধু খেতে ভালোবাসে যতো
তারোধিক পাপড়ির কাছে প্রেম চায়।
সে কীট হলেও ফুল খাওয়ার চাইতে
ফুটিয়ে দেখতে ভালোবাসে,
মুখ থেকে রেণুবধি অপলক
সুদর্শন তাকিয়েই থাকে…
হয়তো বিষাক্ত তারা তবু
ফুলেরা অনন্তকাল পতঙ্গের চরণ কুড়ায়।