কবিতায় শম্পা সামন্ত

ট্রাপিজের বার
তবুও একদিন ক্লান্তি বড় হয়।
কার্নিশে দাঁড়িয়ে সন্তর্পণে পা ফেলে।
এক একদিন মাথাঘোরে বন বন। মাদারির খেল শুরু হয়।
এই দুর্দান্ত ভূত গ্রস্ততায় আমার জানতে ইচ্ছা করে কবিতার আয়ুষ্কাল।
ফেরা হয়নাকো প্রাগৈতিহাসিক যুগে।
ঝড় উঠলে ট্রাপিজের জোকারের শেষ অংশতে লেখা হয় কনকাঞ্জলি।
এক এক টা দুর্মদ কবিতার জন্য।
সকলে উপরের দিকে নিশ্চুপে তাকায়।
কী সাবলীল ভেসে আসে রমনীয় শব্দ চাতুর্য!
বাচ্চাদের হৈ হল্লা ভেসে আসে।
অনেক দিন পর।
ট্রাপিজের বার গুলি দুলতে থাকে
গানিতিক নিয়মে অদ্ভুত।