পাঁচ বছর পরে নয়
ভোট হোক প্রতি তিন মাস অন্তর।
বছরে চার বার, মানে পাঁচ বছরে মোট কুড়ি বারে
মোট নম্বর কত পেল
সেটা হিসাব করে সব চেয়ে বেশি নম্বর যিনি পাবেন
তাঁর হাতেই তুলে দেওয়া হোক পরবর্তী পাঁচ বছরের
শাসন ভার।
এ রকম নিয়ম হলে
গদি আঁকড়ে থাকার জন্য
জিনিসপত্রের দামও নাগালের মধ্যে রাখবে,
তৈরি হবে নতুন নতুন চাকরি
ঠিক মতো কার্যকর হবে স্বাস্থ্য সাথীও,
ভোটের আগে যে সব নেতা-মন্ত্রীরা কল্পতরু হয়ে ওঠেন,
ঘোষণা মতো না পেলেও
জনগণ অন্তত ছিটেফোঁটা তো পাবেন!
পাঁচ বছর পরে নয়
ভোট হোক প্রতি তিন মাস
খুব বেশি হলে চার মাস অন্তর।