কবিতায় শুভাশিস সাহু

তোমার শেষ ছবি
তোমাকে দেখলে
সেইসব প্রেমের কথা মনে পড়ে।
তুমি বলতে তোমার প্রেমের গভীরতার
কথা।
পৃথিবীর বুকে এখন শুধু অন্ধকার
রিদিপ্তা, তোমার মুখ
আমি দেখিনি অনেকদিন।
তোমার চুলে অনেক যুগের
অন্ধকার।
তোমার শরীরে এখন গভীর মায়া।
জানি তুমি আমাকে
আজও ডাকো।
আমি তোমাকে খুঁজি রিদিপ্তা;
আমি তোমার স্বপ্নগুলোকে খুঁজি
পৃথিবীর গভীরে।
আমার মন
এখনও অনেক দূর চলে যায়,
সেই মেঘলোকে।
শুধু দেখি সেই মেঘলোক থেকে
ছুটে আসছে তোমার শরীর,
তোমার প্রাচীন কঙ্কাল;
তোমার শেষ ছবি।