T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সঞ্জীব সেন

আমার কবিতা
আমার এই কবিতা মধ্যবিত্ত জীবনের কথা বলে
আমার এই কবিতা উপচে পড়া এস্ট্রের কথা বলে
আমার এই কবিতা নির্জনতার কথা বলে
আমার এই কবিতা একটি মধ্য দুপুরের কথা বলে
আমার এই কবিতা একটি আয়নার কথা বলে
আমার এই কবিতা এক নারীর সংসার যাপনের কথা বলে
আমার এই কবিতা এর বাইরে বেরোতে পারেনি
আমার এই কবিতা মন পড়া জানা নারীর কথা বলে
আমার এই কবিতা দুপুরের স্নান সেরে কোনো রকম আয়নায় মুখ রেখে খোঁপায় গামছা বাঁধা, খাওয়ার টেবিলে
দুটি থালায় খাবার বেড়ে ডাক দেয় “খেতে এসো”
আমার এই কবিতা তারে মেলা পাশাপাশি ছাপা শাড়ি চেক হাফহাতা শার্ট এর কথা বলে
আমার কবিতা এর বাইরে চলতে শেখেনি
আমার কবিতায় সংবরণ আছে দ্বন্দ্ব নেই
আমার কবিতায় প্রাত্যাহিকতা আছে যাপন আছে
ইচ্ছে করেই সংবেদনশীলতা ঝেরে ফেলে
ব্যর্থতা মেনে নেওয়া আছে
কেন পাঠকের মনের মতো কবিতা লিখব। কেন নিদান মেনে কবিতা লিখব। প্রকৃতির মন খারাপ হলে মুছরে থাকবে কলম , মন ভালো হলে প্রেমের কবিতা আসবে। কেন সেলাই মেশিন আর ডাই করে রাখা ব্লাউজের কথা লিখব না ,কেন বেশি রাতে সেদ্ধ ডিম আর গরম ভাত আর কিছু স্বপ্নের কথা নিয়ে কবিতা লিখব না। কেন কবিতা সন্ধ্যায় ডাক পাওয়া প্রসন্নতাপিয়াসী কবিদের খুশি করতে দুর্বোধ্য কবিতা লিখব
আমার কবিতায় খুব ভাবনাগুলো রাখেনি ইচ্ছে করেই। আমার কবিতা একটি মধ্য দুপুরে ধানকল পেরিয়ে ফিরে আসার কথা লিখেছে
আমার কবিতা এর বাইরে চলতে শেখেনি।