কবিতায় শুভাশিস সাহু

মৃত্যুর মতো ঘুম
একবার তুমি ভালোবেসে দেখো
আমি কেমন বদলে যেতে পারি;
তোমার খুশির আকাশে
বৃষ্টি হয়ে ঝরতে পারি।
আমি বদলে দিতে পারি তোমার
জলবায়ু, তোমার স্বপ্নের আকাশ।
হে রিমিতা মৈত্র;
তুমি এক স্বপ্নের নারী।
একদিন আমরা দুজন উড়ে যাব
বহুদূর স্বপ্নের ডানা মেলে,
তারপর রিমিতা মৈত্র আমাকে
স্বপ্নে বলবে ভালোবাসি।
এক রাত্রি এক স্বপ্ন,
একই বৃষ্টিতে আমরা নিমগ্ন।
তারপর ভেঙে যাবে ঘুম;
রিমিতা মৈত্র তুমি নেই,
আমার স্বপ্নের ভিতরে
শুধু মৃত্যুর মতো ঘুম।