১. তুফান মেল
এক সময় তুফান মেল খুব জোরে ছুটত।
আমাদের তাই মনে হত।
তারপর গতিতে গতিতে ছয়লাপ করে
আর ও কয়েকটা ট্রেন ।
জাপানি প্রযুক্তি তে বুলেট চালাতে গিয়ে
নতুন দিশার কথা বলা হল।
সেই নতুন দিশার কথা শুনতে শুনতে
এখন নিশিকান্ত হারান আর দিবাকর
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মর্গে শুয়ে আছে,
ছেলে বেলার বাতাবি লেবুর গন্ধে মিশে
শুষে নিচ্ছে জৈষ্ঠ্য মাসের আলো।
জেনেছে তদন্ত কমিশন বসে গেছে।
২. মৃণাল সেন
সবিতা বৌদি ঝামেলা মিটিয়ে দোলা বৌদিকে বললেন – অনেক দিন সিনেমা দেখি না ,
নন্দনে মৃণাল সেনের ‘ কলকাতা – ৭১ ‘ চলছে, দেখে আসি চলুন।
সদ্য ভাব হওয়াতে দোলা বৌদি না বলতে পারলেন না,
আর টুল টুলে ‘হারানো সুর’ দেখা দোলা বৌদির চোখটা,
কলকাতা – ৭১ সিনেমা টা দেখার পর একটা অন্য রকম অনুভুতি তে ভরে গেল।
দোলা বৌদি ‘পদাতিক’ সিনেমাটি দেখবেন ঠিক করলেন ।