ক্যাফে গুচ্ছ কাব্যে সুশান্ত সেন

১| কবি
কবির হাতে আগে ছিল কলম
এখন সেটাই হয়েছে মুঠোফোন
কানের ভেতর দুটো ছোট মাইক
তারই ভেতর কোবতে গুলো শোন।
আঙুল ছোঁয়ায় লেখা হচ্ছে বেশ
ইলেকট্রন এ উড়তে উড়তে যায়
পিয়ন বাবুর চাকরিটা নড়বড়ে
কবতে গুলো বন্ধ যে খাচায়।
গতির টানে গতির টানে ভাই
পৃথিবী টা নিকট হয়ে ঘোরে
অসম্বৃত বসন হলো দেখি
রাখবো তাকে কেমন করে ধরে।
২| তুমি
একমাত্র তুমিই পারো সুখ বিলাতে
একমাত্র তুমিই ডাক সর্বনাশ
তোমার কাছেই আমি নীরব শ্রোতা
তোমার কাছেই তৃপ্ত হবে আশ।
তোমার কাছে সমান দিন ও রাত্রি
তুমি আমার মান সম্মান
বিজন পথে তোমার চলার সুখ
প্রতিনিয়ত আমায় করে দান।
বিকেল বেলার তুমি ঝোড়ো হাওয়া
উড়িয়ে নিয়ে যাও সমাবেশ
নিত্য নতুন পূর্বাশার বুকে
মুক্ত কর তোমার এলো কেশ।