শিশু-দি-বস স্পেশ্যালে সৌম্য সিনহা

এটা আমাদের হেরে যাওয়া 

ছেলেটা উনুন জ্বালায়
এক বুক আগুন নিয়ে
ছেলেটা আমার পাড়ার
পুড়ে যায় গরম চায়ে l
ছেলেটা পড়তে জানে
খুচরোর হিসেব বোঝে
বুঝিনা আমরা শুধু
আগুন ওর বুকের মাঝে l
ছেলেটার ছবি তুলে
দেশটা গেল বলে
ফেসবুকে লড়াই করি
যুক্তির বেড়া জালে l
আমরাই সকাল বিকেল
কত শত যুক্তি করি
চা আনে ওই ছেলেটি
প্রতিদিন আমরা হারি l
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।