T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ সুকৃতি সিকদার

আরশি নগর
ঝিনুকে মুক্তার মতো কথাটি এখনও যেন আটকে রয়েছে।
আজ তবু সংযমের দিন, দীর্ঘ প্রয়াসের শেষে
যখন তোমার মুখ আমার মুখের কাছাকছি
তোমার ঠোঁটের বিপরীতে
ঝাঁঝালো মদের মতো বাজিছে আয়না।
আমার গোপন কথা ঢেলে দিতে চাই
অনর্গল মুখের ভেতর।
তোমাকে চুমুক দেব বলে
দীর্ঘশ্বাসের মতো অধর এগিয়ে আসে পেয়ালার।
তুমি যেন কাচের প্রেমিকা
ভেঙে গেলে সামান্য আঘাতে যদি, তবে
খুলে ফেলো ঝিনুকের মুখ।
তুলে ধরি আমার আরতি
কাচের ধ্বনির মতো ঝরে পড়া আয়নার থেকে।