দিব্যি কাব্যিতে সুকৃতি শিকদার

বিশ্বাস
কবিতা লেখাটা
জরুরি বিষয় হয়ে পড়ে
যখন হয় না কথা তার সাথে, তার
সময়ের সাথে…
আমাকে ঘুরিয়ে মারে ছয়।
তিন ছয়ে আঠারোর মতো গতি নিয়ে
প্রেমিকার হাতছানি দেখি
মনে হয় চটকাই ভূত দুই হাতে।
নিজেরই আত্মার মতো যাকে
কালো হয়ে গেছে মনে হয়।
প্রেমিকাকে বলি তাই খোলো
বাইবেল, তুলে ধরো ভূতের সম্মুখে।
যে পাতাই খুলুক প্রথমে, দ্যাখো তাতে
পিতা ও কন্যার কথা লেখা আছে কি না?
থাকলে আমার প্রতি তোমার বিশ্বাস
হয়তো গুলির চেয়ে জোরে এসে যাবে।