T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় শুভাশিস সাহু

অন্ধকার পৃথিবীর আড়ালে আড়ালে

শুধু সুদীর্ঘ রাত,
প্রতিক্ষার অবসরে আমি চেয়ে থাকি।
কত দীর্ঘ বেদনা গেছে মুছে,
আমি শুধু এই ছায়াদের তলে;
স্বপ্ন এঁকেছি শুধু মিথ্যের কারচুপি ঘরে।

স্বপ্ন ও সুদীর্ঘ মনে,
অনেক তীব্র আকুতি ছিল আমার।
কত সুদীর্ঘ রাত ব্যথা বিধুর অবসরে,
আমি চেয়ে থাকি আকাশের দিকে।
কত বছর পার হয়ে যায়,
গানের মাধুরী মিলিয়ে যায়,
কত রাত এপার-ওপার,
আমি শুধু ছায়া হয়ে থাকি।

প্রতিক্ষার অবসানে,
তাই তুমি
এসেছিলে মোর দুয়ারে;
অন্ধকার পৃথিবীর আড়ালে আড়ালে।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।