কবিতায় সুশান্ত সাহা

ফাগুন
ভাসছে খবর হাওয়ায় হাওয়ায়
শিমূল পলাশের ডাকে
আমার পাড়ায় ফাগুন আজ
জাতপাত হীন তাতে।
ছড়িয়ে ছিটিয়ে বসন্তের ঢেউ
সব বাড়িতেই আজ
হাসি খুশীর সাত কাহনে
ভরপুর সব মেজাজ।
বসন্ত আজ উঠোন জুড়ে
আমার ঘরেতে এসে
ছড়ায় আগুন পলাশ বনের
সবার মনে শেষে…
চাওয়া-পাওয়ার হিসেব গুলো
শুন্যে এসে মেশে
উচু-নিচু আর দেখিনা
দেখিনা আমার দেশে।
পাইনা খুঁজে ফারাক আমি
সবটুকু পাই বলে
সব ঋতুরই আভাস কেমন
বর্ণে বর্ণে মেলে।
ফারাক কিসের?ফারাক কেন?
প্রশ্ন সবার মনে
হওনা তুমি ও বসন্তের দূত
আমার পাড়া জেনে।