কবিতায় সন্দীপ সাহু

চাঁদ, ওচাঁদ ঢাকা পড়ো না
চাঁদ, ওচাঁদ ঢাকা পড়ো না।
কালো মেঘ কালো অমাবস্যার কাছে।
তারা সখীর মাঝে তুমি মোনালিসা।
তুমি ঢাকা পড়ো না, চাঁদ আমার।
তোমা-জোছনায় সুজাতা আসে পায়েস নিয়ে।
ধ্যান আসে। হাত ধরে নিয়ে যায় বোধীবৃক্ষ-তলে।
বসায় আসনে। ডাক দেয় কবিতাদের।
কবিতারা একে একে এসে ঘিরে ধরে।
সমস্ত কবিতাগুলো নাচে গান করে।
এক সময় সবগুলো, একটি কবিতা হয়ে
আমার সামনে এসে দাঁড়ায়, তুমি হয়ে!
ধ্যান ভেঙে উঠে দাঁড়িয়ে তোমার হাত ধরি।
তোমার সঙ্গে শুধুই আমার নাম জুড়ে দিই মাত্র।