কবিতায় শৈবাল সরকার

প্রাণের ঠাকুর
কোনো এক প্রাণের কথা যাই শুনিয়ে সকল প্রাণে।
তোমার এই আকাশ পানে জ্ঞানের আলো–
রবির আলো,
রাতে দিনে প্রাণ জুড়ালে।
গান শোনালো মনের বাউল,
প্রেম বিরহ গহীন টানে।
তোমার এই ধ্রুব তারা জ্ঞান আঁখি,
নিত্য দিনের ঘরে বাইরে।
এখনো চাঁদ বন জোছনা,
ফাগুন যুগের রজত কিরণ।
শ্রাবণ তোমায় কেমন করে,
যায় ভিজিয়ে আপন ধারা।
বৃষ্টি তোমার কলেবরে দেয় ঢেলে দেয়,
সৃজন সুখের আদর গন্ধ-
হৃদয় জুড়ে বয়ে চলে অরুণ জ্যোতি,
হিমেল হাওয়া মৃদু মন্দ।
তোমার বোশেখ তোমার শ্রাবণ,
শুরু শেষে ভুলে কি আর-
বুকের ঘরে চাবি খুলে,
খুঁজি তোমার সপ্ত সিন্ধু-
আছো তুমি প্রাণের ঘরে,
হৃদয় মাঝে কবি গুরু!