হয়ত ভুল শৈশবের চৌকাঠে দাঁড়িয়ে দেখেছি বড়ো হওয়া
আর নিজের হাতে ভেঙেছি শেষ ইচ্ছেটুকুও…
তখন জানালা দিয়ে হওয়াদের খেলা করা
কাজল টিপে দলছুট ছাগলের ম্যা ম্যা
বর্ষা দিনে কাগুজে স্বপ্নে নৌকাবিহার
সহসা আকাশের গায়ে মেঘ লেপটে গেলে রংধনু ছোয়ার নিদারুণ শখ
এখন শৈশব বলে কিছুই হয় না
যেটা হয়
সেটা
শতকরা নব্বই ভাগ পাওয়ার ইদুর দৌড় মাত্র
এখন চাকায় হাওয়া দেয় না ভ্যানকাকু
বরফওয়ালা কাকু বাক্স থেকে রঙিন স্বপ্ন বের করে না আর
ক্রমশ স্বপ্নের চেয়েও ভারী হয়ে আসে স্কুলব্যাগগুলো
আর শৈশব এসে জমা হয় মুঠোফোনের এক্তিয়ারে