কবিতায় শুভাশিস সাহু

আমাকে কি দেখা যায়?
এইখানে রয়ে গেছে
অনেক আনন্দের উপসংহার।
কথা আর বলেনাকো নিশ্চুপ
অন্ধকার।
সময়ের কাছে চলে যেতে যেতে
একদিন সময়ও পালিয়ে যায়,
তোমার স্রোতে গা ভাসাবো;
তুমি আছ
স্বপ্ন আকাশের
রঙিন মায়ায়।
দিন আমার
কেটে যায়
তোমার প্রতিচ্ছবি
স্বপ্নে এঁকে এঁকে।
ঝরনাতে লিখেছি আমি
তোমার প্রেমের ইতিহাস,
তোমার প্রেমের
ভিতর থেকে
আমাকে কি দেখা যায়?