কবিতায় শম্পা সামন্ত

উদাসীন না শোনার দেশে
উদাসীন হাওয়া বদলের দেশে হে স্বপ্নেরা
আমরণ না শোনার ফেরিওয়ালা হয়ে যাও।
হে লোভনীয় যাপন, আমাকে খাওয়াও কফোঁটা রক্তবীজ, যা থেকে যুদ্ধে ফেরত জখম সুস্থ করি।
হে প্রশমিত আলোয়ান! দেহে জ্বর এলে বিশল্যের পারিপাট্য আনো।
দেখি আর শুনি যুদ্ধের ভয়ানক গল্পগুলো।
নির্ভর নিরেট কবিতা।
নির্ভর কবিতার সং শোধনাগারের
প্রতিবেশি হয়ে উঠছিলাম তখন।
প্রথা ভিত্তিক, প্রথাভেঙে।