১
_সক্কাল সক্কাল একটা উদোম হাওয়া সুগন্ধী রুমাল উড়িয়ে নিয়ে এসেছে, খুঁজতে বেড়িয়েছি, খুঁজতে খুঁজতে পেলাম জমিদার বাড়ির বাগানে, রঙবেরঙের ফুল,তার মধ্যে উপুড় হয়ে শুয়ে আছে, একটু পরেই রাস উৎসব শুরু হবে, বিক্ষত পুরুষের কান্না অনেকটা কামিনী ফুলের মত ,রাতের বেলা কেঁদে ওঠে, ডুকরে ডুকরে কান্না, সেই কান্না দেখেছে একমাত্র বনমালী।
২ এখন অবশ্য সেই বনমালী নেই, আসলে গোটা জমিদার বাড়ি ট্রাস্টের প্রপার্টি। বনেদীয়ানা নেই, তবে আঁকড়ে ধরে বেঁচে থাকা আছে, সংস্কৃতির পালাবদল হয়েছে যথেষ্ট তবুও, মৃণালভূজে অসম্ভব টিকা, গলায় বাজুবন্ধে ফুলের মালা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, বোষ্টমী আজ মীরাবাই, এসব এখন আর নেই, তবে মুগ্ধতা আছে, কবেকার সেই ছবি আজও যেন জীবন্ত।
এই যে তুমি, হলুদ রঙের শাড়ি পরা কচিকাঁচা দের সামলাচ্ছো ,আর ততোধিক ত্রস্ত হাওয়া তোমাকে সামলাতে পারছে না, আর আমার দৃষ্টি বারবার চলে যাচ্ছে তোমার চঞ্চলতার দিকে।
আসলে মুগ্ধতা হলো স্পর্শের মত, ছুঁতে পারলেই বাঁশির মত বেজে ওঠে।