কবিতায় শুভাশিস সাহু

করোনাকো ঘর কালো
সেই প্রেম এনেছো গো
এতদিন পর,
এই দিন রাত্রির ঘর;
করেছে আমাকে ভীষণ পর।
আলো অন্ধকার এই জীবন।
যদি পাই প্রেম,
আমার সমস্ত কিছু আমি ছেড়ে,
চলে যাব তোমার ঘর।
তোমাকে লাগে বড় ভালো,
ভালো ভীষণ ভালো;
তুমি আসবে কখন বলো?
তখন জ্বালাবো আলো,
করোনাকো ঘর
কালো।