প্রবাসী ছন্দে শিপন সোহাগ (বাংলাদেশ)

চিহ্ন
বিলুপ্ত নদীর ধারে কান পেতে
শুনতে চাই আদিম স্পন্দন,
দূর নিহারিকায় অদৃশ্য আলোকে খুঁজে পেতে চাই জন্মান্তরের প্রতীজ্ঞাত প্রিয়ার মুখচ্ছবি!
সেই পরিপাট্য দীপ্তিময় সরলার স্বলাজ চিবুকের পাশে উষ্ণ অধর, সেই কাজলরেখার সঞ্চিত হরিনীর মেঠো কাজল দিঘি চোখ, রামধনুর বর্ণিল শুভ্র বসনে বসে থাকা এক তিলোত্তমা আরাধ্য দেবী, সেই লাবন্য প্রভায় সুভাসিত বক্ষ বিভাজিকা, সেই দীঘল অরণ্যশোভিত এলোচুলের মাধুকরী আদিম ঘ্রাণ।
আমি আজও খুঁজে চলি। পৃথিবীর পরিধি ধরে শত নদী শত সরোবর তীরে, আমি আজও খুঁজে চলি সৈকতে বেলাভূমিতে তার পদচিহ্ন, গভীর নিশীথে চুড়ান্ত দুঃস্বপ্নের সচকিত যবনিকায় আজও খুঁজে চলি বুকের গালিচায় তোমার পদ আল্পনা।