জন্মাষ্টমী স্পেশাল এ সুকৃতি সিকদার

ফুঁ
ফুঁ হয়ে গেলাম। এখন আমার আর
চশমা লাগে না। কারণ জেনেছি আমি,
মুখে দ্যায় আগুন অন্যরা
কিন্তু যে যার কপাল সে নিজেই পোড়ায়।
ঠোঁটের ভিতর দিয়ে
কথারা পাখির মতো উড়ে যায়
যাদেরার পুনর্জন্ম নেই।
ফলে তারা মরে না সহজে।
ভৌতিক হাতের মতো ডানার হাওয়ায়
রাতের দ্রাঘিমা বেড়ে যায়।
তোমাকে দেখতে পাই শুয়ে
দাঁড়িয়েও তোমাকে দেখতে পাই, তবু
যে ফুলে করেছ মানা সেদিকে ছুটতে গিয়ে দেখি
রংগুলি ফুটে আছে গাছে
দূর থেকে তারে মনে হয়
অদৃশ্য সুতোয় গাঁথা মালা
পরে আছে মহাকাল যেন।