কবিতায় শুভাশিস সাহু

কুজ্ঝটিকার শিথিল সময়
ভেঙে গেছে যেন
প্রতিফলকের প্রাচীর।
অমর নাকি মরে গেছে
কুজ্ঝটিকার ধূসর সময়।
আলো নেই, বায়ু নেই
মড়কের মরণব্রত।
আসবে কী আসবে না
বসন্তের আগুন পরশ।
সোহাগের ফুল ফুটে গেছে
ভালবাসার করি স্মরণ।
আমরা হয়তো বা রয়ে যাবে
এই অন্ধকার পৃথিবীর ভিতর,
কুজ্ঝটিকার
শিথিল সময়।।