কবিতায় সুশান্ত সাহা

রং- বেরং
কাটা -ছেঁড়া মনুষ্যত্ব নানান রঙে দেখছে নাগরীক
ভাষা তার বোবা কেমন,হাসছে সাংবাদিক।
মিলে মিশে যা হয় হবার,
আগুন গেল নিভে
উপঢৌকন আর ত্রাস,দুজনাকেই নিলো গিলে,,,
একপাশে দরজা খোলা তো
আরেক পাশে বন্ধ
সন্দেহের চোখে নাগরিক নিজেই
চাওয়া-পাওয়ার দ্বন্দ…
দিশাহীন কেমন,রেখেছে স্বপ্ন-অটুট পায়না বারুদের গন্ধ
মাথা হবেনা ওরা তোর আর
যতই করনা গাল-মন্দ।
এ-ভাবেই ইতিহাস দেখেছে ঝড়
মিছিলের ঘাম রক্ত
তুলেছে মাথা আবার তর-তাজা
ভরা রোদে গণতন্ত্র।
সুস্থ নাগরিকদের এটাই আশা,ভাল লাগল