কবিতায় শুভাশিস সাহু

তোমার প্রেমের আগুনে
আমি থাকব না
অনন্ত কুয়াশার নীচে।
সমুদ্রের বিপুল রঙে,
উদাসী রঙিন দ্বীপে,
দেখা যাবে না আমাকে।
হয়তো হাওয়াবিলাসী চোখে,
ঝড়ের ঘুমন্ত রোদে,
পা বিছানো ঘাসে;
আমাকে তুমি দেখবে রঙে।
আমি চিরদিনই যেন
আলো আর ছলে,
সমুদ্রে মাতালি রঙে,
ঢেউয়ের তারুণ্য ছটায়।
হায় একি হল আমার_
যদি চিনিতাম আমি তাকে।
কোলে তুলে নিয়েছিল যেন
প্রাচীন অবসাদ।
তাইতো আজও খাবি
খেতে খেতে বাঁচো!
একি আমাকে তুমি দেখালে,
দেখি ভালোবাসা আমার পুড়ছে,
তোমার প্রেমের
আগুনে।।