কবিতায় শৈবাল সরকার

ফিরে আসি আবার
গন্ধবাসরে মাধবীলতা পাতা আর ফুলে,
মায়া নগরী সাজিয়ে তুলে পৃথিবীর কোলে।
আমরা হেঁটেছি ঘাসে আমরা করেছি বাস অরণ্যের আশে পাশে।
ফসলের মায়ামুখ ডাকে আয়
উদার মাঠ শ্যামলে ঢেকে যায়।
নবীন কচি পাতার ছায়ায় পাখি ডাকা সাতসকাল,
নীরবে ঘুমের দেশে যাত্রা সুখময় নিশিকাল।
এক আঁচল উষ্ণ বন্ধন ভালবাসার আলিঙ্গন,
আবদ্ধ থাকা তাই পাঁপড়ির মতো জীবন।
প্রজাপতির রঙ্গবাহার মেঘে মেঘে সলিল পাহাড়,
বৃষ্টির নূপুরধ্বনি উল্লাসে আসে শ্রাবন আসে আষাঢ়।
নিপুন বুননে বেঁধে বেঁধে বেঁচে থাকি বার বার,
শেষ হলেও এই যাত্রা,
মন চায় এই এখানে ফিরে আসি আবার।