কবিতায় শুভাশিস সাহু

প্রেমের সুড়ঙ্গে নামতে চাই

ডেকেছিল নারী
আমাকে বহুদূরের মেঘ থেকে।

আমি ডাক শুনে
উড়ে যাই
তোমার প্রেমের উদ্দেশ্যে।

সেখানে যেতেই আমি তোমার
রূপ দেখে মুগ্ধ হয়ে যাই;
আমি তোমার
প্রেমের সুড়ঙ্গে
নামতে চাই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।