কবিতায় শম্পা সাহা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
জিৎ আমাদের নিশ্চিৎ
আমার হাত বেঁধে দাও
আমার পায়ে পড়িয়ে দাও লোহার শেকল
তবু আমি হামাগুড়ি দিয়ে এগিয়ে যাবো
আমার চোখ উপড়ে নাও
শিরা কেটে ফিনকি দিয়ে রক্ত ঝরলেও
ভয় পাওয়াতে পারবে না
আমার মুখ থেঁতলে মাটিতে ঘষে দিলেও আমি উঠে দাঁড়াবো
আমার জিভ কেটে নিলেও আমার সত্তা শ্লোগান তুলবে
“জিৎ আমাদের অবধারিত”
আমার কবরে লেপে দিও কালি
আমার মুখ দাও পুড়িয়ে অ্যাসিডে
ধর্ষণ করো জন সমক্ষে
টেনে হিঁচড়ে একে একে খোলো সব সম্ভ্রম আব্রু
বিবস্ত্র করে উল্টো টাঙিয়ে দাও চৌমাথার মোড়ে
ভিড়ে ভিড় জনতা মজা দেখুক
পাথর ছুঁড়ে ছিন্নভিন্ন কর আমার কলিজা
অসহ্য কলুষিত ভাষায় ক্লেদাক্ত করো আমার অস্তিত্ব
আমাকে বলো ব্যভিচারী বিক্রিত
তবু আমি তো শ্লোগান তুলবোই
“জিৎ আমাদের নিশ্চিত”
আমি কে?
আমি সত্য
আমি নারীত্ব
আমি পৌরুষ
আমি মানবিকতা
আমি ন্যায়
আমি সম্প্রীতি
আমি পবিত্রতা
আমি পরধর্ম সহিষ্ণুতা
আমি ভালোবাসা
আমি ফিরছি, আমি ফিরবো
“আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা”
সূর্য টা ঠিক ই উঠবে
শুধু রাত্রি একটু বেশি রকম দীর্ঘ।