দিব্যি কাব্যিতে শম্পা সাহা

চাঁদ ছুঁতে চাই
জানিস বড় ইচ্ছে ছিল এক গোধূলী সন্ধ্যে হবো,
কমলা আলোয় ভরিয়ে দেবো বুক।
জানিস বড়ো ইচ্ছে ছিল কাল বোশেখী রাত্রি হবো,
এলোমেলো বাঁচার দেবো সুখ।
রাত্রি শেষে ফিকে চাঁদের মত,একলা আকাশ, চুপটি কোণে আমি,
ভাববি তুই কেমন এ পাগলামি?
হঠাৎ আবার বর্ষা হয়ে,জল ছিটিয়ে, আকাশ পাড়ে আবার দেবো ডুব!
বাদল মেঘের সঙ্গী হবো,বৃষ্টি ভেজা বিকেল হবো,
তোর ফোনের প্রিয় গানের মত,
বাজবো যে তোর মন খারাপে,যখনই তোর ইচ্ছে হবে,মিষ্টি প্রলেপ ,জুড়োতে সব ক্ষত।
তোর বৌয়ের ছোট্ট কপাল,সিঁদুর টিপের মত,
আলগা হাতে চুল সরিয়ে যখন দিবি চুমো,
বলবি ওকে আদর করে,লক্ষ্মী সোনা, এবার একটু ঘুমোও।
ওই চুমোটার একটু ছোঁয়া আমিও যেন পাবো,
ওই আদরে,স্বপ্ন ভরে ,আমিও ঘুম যাবো।
ভোরের গরম চায়ের মত ,তোরই ঠোঁটে ছুঁয়ে,
ইচ্ছে হতে,সকাল থেকে ডুবেই থাকি তোয়ে।
কিন্তু কপাল দেখ!
আজ বিকেলে ,কাল বোশেখী, আজ বিকেলে বৃষ্টি,
তোর বৌয়ের কপাল জুড়ে,আদুরে অনাসৃষ্টি!
আমি আজও জানলা দিয়ে কালো মেঘের সাথে,
হাত বাড়িয়ে চাঁদ ছুঁতে চাই,চাঁদ ছুঁতে চাই হাতে!