ধারাবাহিক ভ্রমণ সিরিজে শতদ্রু ঋক সেন – ৯১

ফেরা
ফেসবুক ঘাঁটছিলাম কাজের ফাঁকে। এক বন্ধু দেখলাম একটা অ্যালবাম শেয়ার করেছে। নাম দিয়েছে লাদাখের পথে। লাদাখ লাদাখ!! পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা যেখানে যাবার জন্য প্রচুর লোক ব্যাকুল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে যাওয়া যায় সেই স্বর্গরাজ্যে।
অ্যালবাম টা দেখতে দেখতে, মনে পড়ে যায় ছয় বছর আগের, দুই সপ্তাহের স্মৃতি। হ্যাঁ আমিও গেছিলাম সেই স্বর্গরাজ্যে, ছোটবেলা থেকে প্রচুর বেড়ালেও যে বেড়ানোর দিনগুলোকে আজো জীবনের শ্রেষ্ঠতম বেড়ানোর দিন বলে মান্যতা দি। কিন্তু…
জীবন একটা অদ্ভুত মোড় নিয়েছে এই ছয়টা বছরে। অনেক স্মৃতি ভুলতে হয়েছে, অনেক বন্ধন ছিঁড়ে ফেলতে হয়েছে এই ছয়টা বছরে। কিন্তু তাও, মনের কোনো গহীনে সেই সময়ের বেড়ানোর স্মৃতি, আজো হাত বাড়ালে খুঁজে পাই। যদিও খুঁজতে চাই না। কেন? আছে, অনেক কারণ আছে। ঐ যে আগে লিখলাম, অনেক কিছু ভুলতে হয়েছে, অনেক বাঁধন ছিঁড়ে ফেলতে হয়েছে।
যাইহোক, প্রিয় পাঠক বন্ধুরা, কৃপায়া আপনে কুর্সি কে পেটি বান্ধ লিজিয়ে, আউর মেরে সাথ চলা আইয়ে এক রোলার কোস্টার সফরমে।
এক্সিউজ মি। এক মিনিট। সির্ফ মেরে সাথ কিঁউ? টিমমে আউরদো খিলাড়ি ভি মাউজুদ হ্যায়। তো তিনো কে সাথ নিকল পাড়িয়ে এক সুহানা সফরমে। চলিয়ে, এক সাথ ঘুমনে চলতে হ্যায়…… লাদাখ